মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডার সুব্রত দুদকের হাতে গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডার সুব্রত দুদকের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সম্পদের হিসাব না দেওয়ায় গত সেপ্টেম্বরে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা করা একটি মামলায় বুধবার (১৬ নভেম্বর) রাতে তাকে আটক করে কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে দুদক।

সিলেট কোতোয়ালী মডেল থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে গত সেপ্টেম্বরে দায়ের করা দুদক আইনের ৪ ধারায় একটি মামলা রয়েছে। সে মামলা অনুযায়ী তার সম্পদের হিসেব চেয়েও না পেয়ে তাকে গ্রেপ্তার করেছে দুদক।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল