২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত কৃত মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী উচ্চ আদালত থেকে আজ ১৩ নভেম্বর রবিবার জামিনে লাভ করেছেন। অবশেষে মুক্তি পাচ্ছেন আরিফুল হক চৌধুরী। বিষয়টি আমাদের জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী।
বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী। ফলে আরিফের মুক্তিতে আর কোন বাধা রইলো না। রোববার (১৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগির হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের আদালত এ জামিন মঞ্জুর করেন।
আরিফুল হকের আইনজীবী ব্যারিস্টার কাফি জানান, “সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আগেই আরিফুল হক চৌধুরী জামিন পেয়েছিলেন। আজ বিস্ফোরক মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে আমি মনে করি তাঁর মুক্তিতে আর কোনো বাধা নেই।”
গত ৮ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এরপর গত ৩১ অক্টোবর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D