সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ঘর পেল তিন নারী মুক্তিযোদ্ধার পরিবার। গতকাল শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মোহাজেরাবাদ আশ্রয়ণ প্রকল্পে এই ঘরগুলো হস্তান্তর করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরগুলো তিন নারী মুক্তিযোদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভাগীয় যুগ্ম-সচিব এ টি এম কামরুল ইসলাম তালুকদার, শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান প্রমুখ।
এর আগে শনিবার সকালে সারাদেশের সঙ্গে এই ঘরগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারী মুক্তিযোদ্ধা শীলা গুহ নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তিনি বলেন, ‘১৯৭১ সালে অনেক নির্যাতনের শিকার হয়েছি। এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়িয়েছি। আমাদের ঘর-বাড়ি কিছুই ছিল না। দুয়ারে দুয়ারে ঘুরে বেড়িয়েছি। কষ্টে দিন কাটানোর পর পেলাম প্রধানমন্ত্রীর উপহার এই ঘর। শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাই হলো।’
শুধু শীলা গুহ নন, নারী মুক্তিযোদ্ধা মনোয়ারা বেগম ও মায়া খাতুনসহ ৩০০ জন পেয়েছেন নতুন ঘর। ৩০০ জনের মধ্যে ১০০ জনের কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। বাকি ঘরগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নারী মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে তাঁদের তিনজনের ঘরের রং রাখা হয়েছে লাল-সবুজ।
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শ্রীমঙ্গলে ৩০০টি পরিবারকে ২ শতক জায়গার উপরে ঘর নির্মাণ করে দেওয়া হবে। আমরা ১০০টি ঘর আজ হস্তান্তর করেছি। বাকিগুলোর কাজ চলছে। দ্রুতই ঘরগুলোর কাজ শেষ হবে।’
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd