মুস্তাফিজ ইংল্যান্ডে যাচ্ছে বুধবার

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

মুস্তাফিজ ইংল্যান্ডে যাচ্ছে বুধবার

90ae40612c968175ea7c045e05f67afa-Mustafizসবকিছু ঠিক থাকলেও ভিসা জটিলতার কারণে কাউন্ট্রি লীগ খেলতে ইংল্যান্ডে যেতে পারছিলেন না মুস্তাফিজ। অবশেষে মঙ্গলবার  ভিসা পেয়েছেন মুস্তাফিজ। আগামীকাল সকালে ইংল্যান্ডগামী উদ্দেশে পাড়ি জমাবেন তিনি।
এর আগে সাসেক্সের হয়ে গত ১৩ জুলাই ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল মুস্তাফিজের। ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামার কথাও শোনা যাচ্ছিল এই বাঁহাতি পেসারের। তবে ভিসা জটিলতার কারণে সবকিছু ভেস্তে যায়।
এ বছরের জুনে আইপিএল থেকে ডান পায়ের অ্যাংকেল ও হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে দেশে ফিরেন মুস্তাফিজ।
যে কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাঠে নামতে পারেননি। চোটের কারণে মাঠের বাইরে থাকার সময়টাতে পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক্তার ও ট্রেনারের পরামর্শে পুনর্বাসন প্রক্রিয়ার পর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেন মুস্তাফিজ।
এরপরই বিসিবির পক্ষ থেকে ইংল্যান্ড যাওয়ার সবুজ সংকেত পান এ বোলার। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে সাসেক্সের পরের ম্যাচ আগামী পরশু।
কাল লন্ডন পৌঁছালেও এই ম্যাচে মুস্তাফিজ খেলতে পারবেন কি না, তা অবশ্য এখনও নিশ্চিত নয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল