মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নার্গিস: যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদককে মহানগর ছাত্রলীগের সম্পাদকের হুমকি

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নার্গিস: যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের  যুগ্ম সম্পাদককে মহানগর ছাত্রলীগের সম্পাদকের হুমকি

jjjjjjjjjjjjjj৫ আক্টোবর ২০১৬, বুধবার: দেশব্যাপী এখন আলোচনা হচ্ছে এমসি বিশ্ববিদ্যালয় কলেজে সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষার্থী খাদিজা বেগম নার্গিস’র উপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম বরবর্রচিত হামলা। খাদিজা যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঠিক সেই মুহুর্তে দেশব্যাপী আলোচনা হচ্ছে থাকে নিয়ে। তার পরিবার পরিজন এমন কি অপরিচিত লোকজন ফেইসবুক ও টুইট বার্তা দেশে বাসীর কাছে দোয়া চাইছেন। সবাই তার ফিরে আসার আপেক্ষায়। তবে ছাত্রলীগের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে বদরুল ছাত্রলীগের কেউ নয়। এই নিয়ে সৃষ্টি হয়েছে না বিতর্ক। তবে এটা নতুন কিছু নয় ‘ভাল কিছু করলে আমাদের সোনার ছেলে, আর খারাপ কিছু করলে সে আমাদের কেউ নন’ এধরনের বক্তব্য। বদরুল যে শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এধরনের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত একটি কপিও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে বিভিন্ন জন বিভিন্ন পোষ্ট দিচ্ছেন। এধরনের একটি ফেইসবুক পোষ্ট দিয়েছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু। তার ফেইসবুক কমেন্টে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার হুমকি দিয়ে সামনে এসে দাড়ানোর কথা বলেন যা নি¤েœ তুলে ধরা হলো:

MJ Alom Shimo

ছেলেটা দেখতে শিশু মনে হয়,মনে হচ্ছে দুধের শিশু জাকির হোসেন, শালার পুত তোমার ও পিঠের চামড়া থাকবে না
ইনশাআল্লাহ।

আব্দুল আলীম তুষার (FB)

এধরনের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদার।

ফেসবুকে সিলেটের দিনকাল