মেট্রোপলিটন ইউনিভারসিটির শিক্ষার্থীদের মিউজিক্যাল ক্লাব- ফ্লেইমেস্ এর ইফতার মাহফিল

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

মেট্রোপলিটন ইউনিভারসিটির শিক্ষার্থীদের মিউজিক্যাল ক্লাব- ফ্লেইমেস্ এর ইফতার মাহফিল

13480122_282075208805039_1251502299_n মেট্রোপলিটন ইউনিভারসিটির শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র মিউজিক্যাল ক্লাব- ফ্লেইমেস্ এর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে…. উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় ক্লাবের সভাপতি- অভি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক- এ. এম. ফারহান সাদিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভারসিটির সহকারী প্রক্টর- এড. আব্বাস উদ্দিন, ক্লাবের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক- মঞ্জুর এলাহী সামি, সাংগঠনিক সম্পাদক- কাওছার আহমদ, প্রতিষ্টাতা সদস্য- বাপ্পী, ইউনুস, ফারাবী খান, ক্লাবের সাবেক কমিটির- নির্মল জ্যুতি রায়, মোহাইমিন আল মেহেদী অভি, কাজী ফখরুল, নিয়ামুল আহমদ, আকিব চৌধুরী, আফজাল আরিফ পুলক, তুষার ঘোষ, ফারহান বাহার, অদিথি মহারত্ন। বর্তমান কমিটির সায়মন মিয়া, নকিব আহমদ, তারেক মন, তারেক আলম, মুবিন, নাফি, পপিন, উদয়, রাকিব, ফাহমিদ, মুবিন, সানী, সাওন, তুহিন, হাবীব,নিশাত, প্রান্ত, সোহান, পাবেল, অভি, প্রমুখ…..। এতে আরোও উপস্থিত ছিলেন- ব্যান্ড কমিউনিটির, অরফিয়াস ও কসমিক রে ব্যান্ড এর সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ…।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল