সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ১২, ২০১৬
বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএমটিপিএসএ) দশ দফা দাবি বাস্তবায়নের ল্েয দেশের সকল সরকারি ও বেসরকারি হেলথ/মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটসমূহে লাগাতার ধর্মঘট ও পরীা বর্জন কর্মসূচি পালন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএমটিপিএসএ) সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার কর্মসূচী চলাকালে শাহ ঈদগাহস্থ ইন্সটিটিউট ক্যাম্পাসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং সকল প্রকার পরীক্ষা ও কাস বর্জন ঘোষনা করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএমটিপিএসএ) সিলেটের আহবায়ক সুজিত মজুমদারের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুর রহমানের পরিচালনায় শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে কারিগরি শিক্ষা বোর্ডের ভুয়া মেডিকেল টেকনোলজি কোর্স চিরতরে বন্ধ করা, প্যারামেডিকেল শিা বোর্ড’-এর পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা এডুকেশন বোর্ড’ গঠন আইন দ্রুত বাস্তবায়ন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন অভিন্ন নীতিমালা প্রণয়ন করে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স পরিচালনা করতে হবে, বেকারত্ব নিরসনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালার আলোকে নতুন নতুন পদ সৃষ্টি করে এবং স্থগিতকৃত নিয়োগের আইনগত সমস্যা জরুরি ভাবে নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, সরকারি চাকরিতে ডিপ্লোমা টেকনোলজিস্ট ও ফার্মেসিস্ট শিার্থীদের পদের মান ১০ম গ্রেডে বৃদ্ধিসহ দশটি দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের অন্য দাবিগুলো হলো-উচ্চ শিা সমপ্রসারণের ল্েয সকল সরকারি আইএইচটি সমূহে ফার্মেসি ও রেডিওথেরাপিসহ সকল অনুষদের কোর্সের বিএসসি ও অনতিবিলম্বে এমএসসি কোর্স চালু করতে হবে, বিএসসি ডেন্টাল কোর্সের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় ভর্তি কার্যক্রম চালু, স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল টেকনোলজিস্ট সংপ্রন্ত আলাদা উইং চালু, বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট/ গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট শিার্থীদের জন্য সরকারি, স্বায়ত্তশাসিত হাসপাতাল ও চিকিৎসা শিা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটসমূহে পদ সৃষ্টি করে পদায়ন, ক্যারিয়ার প্ল্যান জরুরি ভিত্তিতে বাস্তবায়নের মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা করা, ডেন্টাল ও ফিজিওথেরাপি ডিপ্লোমাধারীদের প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদান করতে হবে।
বিক্ষোভ কর্মসূচীতে আরো বক্তব্যে রাখেন শিক্ষার্থী শেখ সবুজ, সাওন আহমেদ, আশরাফুল ইসলাম, ইমন আহমদ, সাবের আহমদ, আজেদারা সাথী, স্বর্ণা আক্তার, ফাহমিদা আক্তার, লাবণী আক্তার প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd