সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬
ইংলিশ ক্লাব এভারটনের ডিফেন্ডার রামিরো ফুয়েন্স মোরি। লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলেন। এবারের কোপা আমেরিকায়ও খেলেন তিনি। গতবারের মতো এবারও কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। টানা তিন বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার কষ্টে অবসরের ঘোষণা দিয়ে ফেলেন মেসি। কিন্তু তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকে। এরমধ্যে তার একাধিক সতীর্থ রয়েছে। এবার এ বিষয়ে কথা বললেন তার জাতীয় দলের সতীর্থ রামিরো। তিনি মনে করেন, মেসি যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন তিনি স্বাভাবিক ছিলেন না, পাগল হয়ে গিয়েছিলেন। এভারটনের এ সেন্টার ব্যাক বলেন, ‘মেসি অবসরের ঘোষণা দিয়েছিল হতাশা থেকে। তার মাথা তখন ঠিক ছিল না। সে পাগল হয়ে গিয়েছিল। মেসির সিদ্ধান্ত পাল্টানো দরকার। শুধু তার একাজন জন্য নয় বরং আমাদের সবার দিকে নজর দিয়ে তার সিদ্ধান্ত পাল্টানো দরকার।’ লিওনেল মেসিকে অবসর ভাঙার পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা ও দেশটির প্রেসিডেন্ট নিজে। এছাড়া ব্রাজিলের কিংবদন্তি পেলে ও রোনালদোও মেসি একই পরামর্শ দিয়েছেন। ২০১৪-ব্রাজিল বিশ্বকাপের পর গত বছর কোপা আমেরিকার ফাইনালে হারে আর্জেন্টিনা। আর কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষ্যে এবার যুক্তরাষ্ট্রে বিশেষ টুর্নামেন্টের ফাইনালেও মেসির দল হারে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd