সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
অনলাইন ডেস্ক
মেসি-রোনাল্ডোকে হারিয়ে ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডোস্কি। ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
এবার ফুটবলের দুই মহাতারকাকে ছাপিয়ে সেরার দৌড়ে এগিয়ে গেছেন লেওয়ানডোস্কি।
দুর্দান্ত ২০২০ সাল কাটানো পোলিশ তারকাকেই পুরস্কারটির যোগ্য দাবিদার মনে করছেন ফুটবলবোদ্ধারা। সোনায় মোড়ানো একটি বছর কাটিয়েছেন লেওয়ানডোস্কি।
বায়ার্নের হয়ে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপের ত্রিমুকুট জিতেছেন।
গত মৌসুমে সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল ছিল তার। সব মিলিয়ে করেছেন ৫৫ গোল। সে তুলনায় মেসি ও রোনাল্ডোর বছরটা অনুজ্জ্বলই গেছে। রোনাল্ডো তবু জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জিতেছেন, মেসি কিছুই জেতেননি গত মৌসুমে।
বার্সেলোনার দুঃস্বপ্নের মৌসুমে তার প্রাপ্তি বলতে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
অন্যদিকে লিগ জিতলেও সেরি-এ লিগের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার পাননি রোনাল্ডো।
গত এক যুগে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাইরে ব্যালন ডি’অর বা ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার সৌভাগ্য হয়েছে শুধু লুকা মদরিচের (২০১৮)।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd