মে দিবসে মহানগর হকার্স লীগের মিছিল

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, মে ১, ২০১৬

মে দিবসে মহানগর হকার্স লীগের মিছিল

ligeeআন্তর্জাতিক মে দিবস উপলে  ১লা মে সিলেট মহানগর হকার্স লীগের উদ্যোগে নগরীতে মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদের সামনে থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদণি করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংপ্তি সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর হকার্স লীগের সভাপতি শফিক আহমদ, সহ সভাপতি মো. রকিব আলী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, মো. আবুল বাশার, মো. মতিন মিয়া, মো. রাহিন মিয়া, রুমন ইসলাম, তাজুল ইসলাম, মুখলেছুর রহমান, মানিক মিয়া, জানে আলম, ননি গোপাল রায়, রিয়াজ মিয়া প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল