২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলীয় জোটের মূখপাত্র, জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বর্ষিয়ান রাজনীতিবীদ মো. নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় ডা. মোর্শেদ বলেন, মো. নাসিম ছিলেন একজন দেশপ্রেমিক জনদরদী রাজনীতিবীদ। জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য উত্তরসূরী হিসেবে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে আজীবন মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন খাঁটি দেশপ্রেমিককে হারালো। বাংলাদেশের রাজনীতিতে তার নেতৃত্ব শূণ্যতা সহজে পূরণ হবার নয়।
ডা. মোর্শেদ বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমও বড় অবদান রেখেছেন। তার সহযোগিতা না থাকলে এতো দ্রুত বিশ্ববিদ্যালয় অনুমোদন ও বাস্তবায়ন সম্ভব হতো না।
ডা. মোর্শেদ শোকবার্তায় মো. নাসিমের রূহের মাগফেরাত ও তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে পরিবারের সবাইকে এই শোকে ধৈর্য্য ধারণের তওফিক দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D