৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব। ব্যবসায়ী সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি ইতি মধ্যে সম্পূর্ণ হয়েছে। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্টিত হবে। এ উপলক্ষ্যে মাঠে বিশাল আকৃতির মঞ্চ তৈরিসহ আনুষাঙ্গিক সকল কাজ সম্পূর্ণ করেছেন আয়োজকরা। ভারত থেকে আগত মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীদের রাত্রি যাপনের জন্য বুকিং দেয়া হয়েছে জেলার ফাইভ ষ্টার হোটেল গুলোতে।
২৯, ৩০, ও ৩১ ওই তিন দিন ব্যাপি অনুষ্ঠানের আগামীকাল প্রথম দিন বিকাল ২টা ২০ মিনিটে উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ত্রিপুরার বাণিজ্য, শিক্ষা, শিল্প ও আইন মন্ত্রী শ্রী তপন চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায়, মণিপুরের বাণিজ্য মন্ত্রী শ্রী কন্তুজাম কবিন্দাস, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা, নজিবুর রহমান প্রমুখ।
দ্বিতীয় ও তৃতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বাংলাদেশের শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, ইকোনোমিক জোনের চেয়ারম্যান পবন চৌধুরী ও পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, কবি পায়েলী ধর, বি চিন্ময়ী বিশ্বাস, কবি সৈয়দ আল ফারুক, উপাধ্যক্ষ আব্দুস শহিদ, সৈয়দা সায়রা মহসিন এমপি, আমাতুল কিবরিয়া কেয়াসহ দু-দেশের শীর্ষ স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থাকবেন।
তিনব্যাপী এই উৎসব ও ব্যববসায়ী সম্মেলনে শ্রীহট্ট ইকোনোমিক জোন, চা শিল্প ও পর্যটন শিল্প ইত্যাদি সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা করা হবে। উৎসবে দুই দেশের জনপ্রিয় শিল্পীবৃন্দ উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্টান মালা পরিচালনা করবেন।
চেম্বার সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, আমাদের সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে। দু-দেশের অতিথিদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান সম্পূর্ণ হবে।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এবিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ জালাল বলেন, আগত অতিথিদেরকে নিরাপত্তা দেয়ার জন্য ইতি মধ্যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D