২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজার সদর উপজেলার খলিরপুর ইউনিয়নের হলিমপুর এক ইতালি প্রবাসীর স্ত্রী ফাতেমা বাবর লিজা (২৫) আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে মৌলভীবাজারের শেরপুৃর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়।
পুলিশ জানায়, হলিমপুর (বার বাউয়া) গ্রামের প্রবাসী মোস্তফা মিয়ার (৪০) স্ত্রী ফাতিমা বাবর লিজা (২৫) আত্মহত্যা করেন। তাদের ৬ বছরের কন্যা সাহারা পুলিশকে জানায় শনিবার(৩০ মে) সকালে একটি মোবাইল ফোনে ফাতিমা বাবর লিজার সাথে মোবাইলে ফোনে এক ব্যক্তির সাথে কথা হয়।
মোবাইলে কথা বলার এক পর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন করে তিনি শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন। ফাঁস লাগার পর লিজা ছটফট করতে থাকে।
তখন তার ছয় বছরের কন্যা সাহারা চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে অন্য কক্ষে থাকা পরিবারের লোকজন ছুটে আসেন। তারা এসে দেখতে পান লিজার নিথর দেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে।
এ ঘটনার খবর পেয়ে শেরপুর ফাঁড়ির পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু ও ৯ নং ওযার্ডের ইউপি সদস্য ইলিয়াছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুর একটার দিকে মৃতদেহ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির আহসান বলেন, ওই মোবাইল ফোনের আলাপের পর কোন কারণে গৃহবধু আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে ময়না তদন্তের প্রতিবেদন ও ঘটনার সার্বিক তদন্তে মৃত্যু কারন জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D