যমুনা টিভিকে হারিয়ে বাংলাদেশ প্রতিদিনের শুভ সূচনা

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

যমুনা টিভিকে হারিয়ে বাংলাদেশ প্রতিদিনের শুভ সূচনা

Bangladesh Protidin Pic (1) 07.08.16সিলেটে ১ম মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবলে শুভ সূচনা করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন দল। রবিবার বিকালে গ্রুপ পর্বের প্রথম খেলায় সিলেট জেলা স্টেডিয়ামে তারা যমুনা টেলিভিশনকে ৫-১ গোলে হারিয়েছে।

খেলার শুরু থেকে বাংলাদেশ প্রতিদিন দল একের পর এক আক্রমন করতে থাকে প্রতিপক্ষ যমুনার রক্ষণভাগে। বাংলাদেশ প্রতিদিনের পক্ষে প্রথম গোলটি করেন আলী আকবর চৌধুরী কোহিনূর।

বাংলাদেশ প্রতিদিনের আক্রমনে মাঠে অনেকটা দিশেহারা হয়ে পড়ে যমুনা টেলিভিশন দল। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ছয়ফুল ইসলাম অপু। প্রথমার্ধের শেষ দিকে অসাধারণ গোল করে দলকে আরো এগিয়ে নেন অধিনায়ক মান্না চৌধুরী।

প্রথমার্ধেই বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যায় ৩-০ গোলে।

দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে বদলি খেলোয়াড় সাকিব মিঠুর গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০ গোলে। এরপর পেনাল্টি থেকে দলের পক্ষে একমাত্র গোল আদায় করে নেন যমুনা টিভির গোপাল বর্ধন। খেলার শেষ সময়ে বাংলাদেশ প্রতিদিনের পক্ষে ৫ম গোলটিও করেন সাকিব মিঠু।

খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার পান বাংলাদেশ প্রতিদিনের অধিনায়ক মান্না চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল