যশোরে ডাকাতদের বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭

যশোরে ডাকাতদের বন্দুকযুদ্ধে নিহত ১

যশোর প্রতিনিধি: কথিত ডাকাতদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ পর যশোরে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাসেল ওরফে রনি (২৫) চৌগাছা উপজেলার মাঠপাড়া এলাকার কুমর আলীর ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বলছেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে খবর আসে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গিয়ে একজনকে পড়ে থাকতে দেখে। তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ ঘটনাস্থল থেকে একটি শুটারগান, একটি গুলি, দড়ি, একটি হাসুয়া ও হাতকরাত উদ্ধার করেছে বলে জানান ওসি ইলিয়াস।

হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক বলেন, রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি এম মশিউর রহমান নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত রাসেল ওরফে রনির বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ অন্তত আটটি মামলা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল