যান্ত্রিক ত্রুটি, শাহজালালে বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

যান্ত্রিক ত্রুটি, শাহজালালে বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্র‌তি‌বেদক: যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানটি জরুরি অবতরণ করে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম।

তিনি জানান, সকালে বিমানটি যাত্রী নিয়ে ওমানের মাস্কটের উদ্দেশে ঢাকা ছেড়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় মাস্কটে না গিয়ে ফিরে এসে শাহজালালে জরুরি অবতরণ করে।

এর আগে গত ১২ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেও ঢাকা ফিরে আসে। পরে ত্রুটি মেরামত শেষে ফের মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি।

এছাড়া গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।এ সময় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি।

পরে অন্য একটি বিমান পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হাঙ্গেরির বুদাপেস্টে পৌঁছানো হয়। পরে ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজটিও হাঙ্গেরি পাঠানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল