যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামীলীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৬

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামীলীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা

pmmm-photo১৫ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার: সরকারি সফরে ঢাকা থেকে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় বিকাল ৩.৪৮ মিনিটে বিমানের একটি ফ্লাইটে লন্ডন হিথরো বিমানবন্দরে পৌছান তিনি।
ব্রিটেনে দায়িত্বরত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান শরিফ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কানাডা ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে যাওয়ার পথে লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতি করবেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে কানাডার অন্যতম শহর মন্ট্রিয়লের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন তিনি। সেখানে পঞ্চম বৈশ্বিক তহবিল পুনর্গঠন সম্মেলনে যোগ দেয়া ছাড়াও দ্বি-পাক্ষিক একাধিক ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ২৬ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল