১৫ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথের সাহসী সৈনিক ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার বিএনপি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে দিশেহারা হয়ে পড়েছে। তারা দেশের আইনের অপব্যবহার করে তারেক রহমান সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এমন কি আইন শৃঙ্খলাবাহিকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করে পরিবারের সদস্যদের হয়রাণী করছে। তিনি বলেন, অবিলম্বে সকল ষড়যন্ত্র বন্ধ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান উপর থেকে সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করুণ। সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে সকল সংকটের সমাধান করে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন দিন।
তিনি মঙ্গলবার (২৬ জুলাই) রাতে যুক্তরাজ্যের ইস্ট লন্ডেনের গ্রিনলিষ্ট রোডের একটি অভিজাত হোটেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে যুক্তরাজ্যে অবস্থিত সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক ছাত্রদল নেতা শরিফুজ্জামান তপনের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম মামুন এবং কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ খান, আবুল কালাম আজাদ, বাবুল আহমদ, গোলাম রব্বানী, আতিকুর রহমান পাপ্পু, আফজল উদ্দিন সহ যুক্তরাজ্যে অবস্থিত সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শামীম আহমদ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D