যুক্তরাজ্য আওয়ামী লীগ থেকে আনোয়ার বহিষ্কৃত

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

যুক্তরাজ্য আওয়ামী লীগ থেকে আনোয়ার বহিষ্কৃত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ,বৈরী রাজনৈতিক সংগঠন থেকে অসুদপায়ে অর্থ গ্রহনের মাধ্যমে দলে লোক ঢুকানোর অভিযোগে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

সংগঠনের গঠনতন্ত্রের ৪৬(ক) ধারা অনুযায়ী সকল সদস্যের সম্মতিক্রমে আনোয়ারজ্জামান চৌধুরীকে সকল সদস্য পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানানো হয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহনের বিষয় উল্রেখ করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর কোন বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: www.eurobarta24.com

asruful

nahid-01Sayed Ashraful Islam ও Nurul Islam Nahid MP  সংবাদটি উপরোক্ত সূত্র থেকে আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি্ এবং আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য শিক্ষা মন্ত্রীয় নুরুল ইসলামের পেইজ থেকে শেয়ার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল