যুক্তরাজ্য বিএনপির বৃহত্তম জুন লুটন বিএনপির সাবেক নেতৃবৃন্দের প্রতিবাদ সভা

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭

যুক্তরাজ্য বিএনপির বৃহত্তম জুন লুটন বিএনপির সাবেক নেতৃবৃন্দের প্রতিবাদ সভা

বিগত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য লুটনের ব্যরিপাক টাউনে স্হানীয় একটি হোটেলে সন্ব্যা ৭ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত লুটন বিএনপির সাবেক প্রবীন ও নবীন নেতৃবৃন্দর উদ্যোগে এক প্রতিবাদ সভার অায়োজন করা হয়। সভায় মুক্তি যোদ্ধা অালীহুসেন প্রধানের রহস্য জনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। অবৈধ সরকারের নির্যাতনের কারনে নারায়ন গন্জের জেলে সরকার হেফাজতে বিএনপি নেতা বীর মুক্তি যোদ্ধা অালীহুসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সভায় বক্তাগন বলেন— অবৈধ সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব অাইন পাশ হলে– প্রবাসীরা সাংবিধানিক নাগরিক মৌলিক অধিকার হারবেন। এতে প্রবাসীদের উত্তর সুরীগন তাদের নাগরিক অধিকর হারাবেন। প্রবাসীরা দেশে রাজনৈতিক অধিকার হারাবেন। চাকুরী, ব্যবসা, বাণীজ্য, জায়গা, জমির উত্তরাধীকার ও মালিকানা থেকে লান্চিত বন্চিত হবেন। তাই এ অমানবিক, বিমাতৃসুলভ অাইন পাশ হওয়ার অাগে অানতি বিলম্বে তা বাতিলের দাবিতে দল, মত, জাতি, ধরম, বণ নির্বিশেষে সকলকে ঐক্য বদ্ব অানন্দলোনে ঝাপিয়ে পড়ার অাহবান জানান। সভায় বক্তাগন বলেন জুক্তরাজ্য লুটন বিএনপি একটি বৃহত্তম জুন কিন্ত দুঃখজনক হলে সত্য যে তিন চার বৎসর হতে কেন্দ্র কোন নতুন কমিটি অনুমোদন না দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিএনপির বৃহত্তম এই অংশকে কমিটি না দিয়ে সুকৌশলে সকল প্রকার রাজনৈতিক অান্দলোন, অান্দলোন সংগ্রাম হতে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই বৈরিতা থেকে লুটন বিএনপিকে মক্ত করে শক্তিশালী নেতৃত্বের সমন্বয় নতুন কমিটি নির্বাচিত করার জন্য দলের নীতিনির্ধারক গনের প্রতি অাকুল অাবেদন জানান।

সভাপতিত্ব করেন – লুটন বিএনপি সাবেক সহ সভাপতি ও যুক্তরাজ্য  বিএনপি সাবেক উপদেষ্টা হাজী সিরাজুল ইসলাম ( চেরাগ মিয়া) সভা সন্চালনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ লুটন বিএনপি সাবেক সভাপতি ও যুক্তরাজ্য  বিএনপি সাবেক সমাজকল্যাণ সম্পাদক মাষ্টার এম এ হুসেন। সভায় প্রধান অতিথ ছিলেন জুক্তরাজ্য বিএনপির অন্যতম সংগঠক সাবেক সাংগঠনিক সম্পাদক, লুটন বিএনপির সফল সাবেক সাধারন সম্পাদক এম এ রোবেল। বিশেষ অতিথি বৃন্দ লুটন বিএনপি সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য  বিএনপি সাবেক ত্রানবিষয়ক সম্পাদক হাজী এমদাদুল হক, সাবেক সি সহ সভাপতি মিছবাহ উদ্দীন, সা উপদেষ্টা এ মালিক, সা স স পতি অাবুল মিয়া, অাসলাম পারভেজ, ইলিয়াছ খা্ঁন কুলু মিয়া, সা যুগ্ম সা সম্পাদক বকুল বাসানী, সা সাংগঠনিক সম্পাদক অাব্দুল্লা নুমান, সা প্রচার সম্পাদক ফয়েজ অাহমদ চৌঃ সা যুববিষয়ক সম্পাদক রফিক উদ্দীন,বিএনপি নেতা বেলাল খাঁন, হাজী অাবুল হুসেন চৌঃ, ইকবাল অাহমদ, জালাল অাহমদ, সাজ্জাদুর রহমান, মস্তাক মিয়া প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল