যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি টুটুলের সম্বর্ধনা

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মে ৩, ২০১৬

যুক্তরাজ্য  বিএনপির সাবেক সহ-সভাপতি টুটুলের সম্বর্ধনা
6472cf3c-5461-465f-862b-d2ea7f533ee8যুক্তরাজ্য  বিএনপির সাবেক সহ-সভাপতি  শাহ আক্তার হোসেন টুটুলের সম্মানে ২নং বরইকান্দি ইউনিয়ন বিএনপির উদো্যগে সংবর্ধিদ অতিথিকে সম্বর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার রাত ৮টায় বিএনপির স্থানীয়  অফিসে ইউনিয়ন বিএনপির সভাপতি জাকারিয়া খানের সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক শাহেদুল ইসলাম বাচ্চুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল হোসেন জুয়েল, নুরুল ইসলাম রুহেল, স্বেচ্ছাসেবক দল নেতা দিলোয়ার হোসেন চৌধুরী, জেলা ছাত্র দল নেতা তছির আলী, জাকির আহমদ, জাহেদ আহমদ, আব্দুল হাদি, মামুন আহমদ, জাসাস নেতা মিলন খান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল