যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ তালুকদারের পিতার উপর সন্ত্রাসী হামলা: সিলেট সদর উপজেলা ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ তালুকদারের পিতার উপর সন্ত্রাসী হামলা: সিলেট সদর উপজেলা ছাত্রদলের নিন্দা
jcdজাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারন সম্পাদক জাহেদ আহমদ তালুকদারের পিতা নগরীর বিশিষ্ট ব্যাবসায়ী ও হাউজিং এস্টেট এলাকার প্রবীন মুরব্বী হাজী শফিকুর রহমান তালুকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সদর উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানান তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফ ও সদস্য সচিব সিয়াম আহমদ সোহেল বলেন- নগরীর একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ও প্রবীন মুরব্বীকে নগরীর সুরক্ষিত এলাকা খ্যাত হাউজিং এস্টেটের মত এলাকায় প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে চুরিকাঘাত করা ও গুলি বর্ষনের ঘটনায় সিলেটবাসী বিস্মিত। দেশে আজ আইনের শাসন নেই বলেই বার বার এমন ঘৃন্য ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। অবিলম্বে এই জঘন্য ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর প্রত আহ্বান জানান তারা

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল