সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও সিনেট উভয় হাউসের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ধারণা দিতে ১৮টি দেশের মিডিয়া প্রতিনিধিকে সোমবার আমন্ত্রণ জানানো হয়েছিলে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে।
বাংলাদেশের একমাত্র মিডিয়া প্রতিনিধি জাস্টনিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী দিনব্যাপি এ পরিদর্শন কর্মসূচীতে ২১ সদস্যের এ প্রতিনিধি দলে অন্তরভূক্ত ছিলেন। ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক করসপন্ডেন্ট কমিটির সদস্য হিসাবে সেখানে আমন্ত্রিত হন তিনি। উভয় কক্ষের স্পিকার ও পররাষ্ট্র বিষয়ক কংগ্রেস ও সিনেট কমিটি সংক্রান্ত আইন সভার কার্যক্রম এতে অবহিত করা হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক করসপন্ডেন্ট কমিটির কো-চেয়ারম্যান দেন রচেল ওসাল্ড। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান, ইতালি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, মিশর, তুরস্ক, ভারত ও পাকিস্তানের ২১ জন সদস্য এতে যোগ দেন।
উল্লেখ্য সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক করসপন্ডেন্ট কমিটি, আন্তর্জাতিক প্রেস ফ্রিডম কমিটি ও ইউনাইটেড ন্যাশনস করসপন্ডেন্ট এসোসিয়েশন (ইউ এন সি)’র সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd