যুবলীগ নেতা শামীম ইকবালের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭

যুবলীগ নেতা শামীম ইকবালের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর শাহজালাল উপশহর এলকায় যুবলীগ নেতা শামীম ইকবালের বিরুদ্ধে হয়রানি, প্রাণ নাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগ করেছেন এক নারী ব্যবসায়ী।
গত ২০ ফেব্র“য়ারি যুবলীগ নেতা শামীম ইকবালের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় মামলা অভিযোগ করেছেন রুমা বেগম নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট নগরীর শাহজালাল উপশহরে মাহমুদুর রহমানের স্ত্রী ব্যবসায়ী তিন সন্তানের জননী রুমা বেগম দীর্ঘদিন যাবৎ শাহজালাল উপশহরস্থ ফেডারেল গ্রীন সেন্টার ই ব্লকের ৮ নম্বর দোকান ‘ওয়াট মাইনাস হান্ডেট পক্ষাস’ নামক ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগপত্রে তিনি আরো উল্লেখ করেন, ব্যবসার শুরু থেকেই স্থানীয় সন্ত্রাসী শামীম ইকবাল ও তার বাহিনী কর্তৃক নানাভাবে নির্যাতিত হয়ে আসছেন তবুও ভয়ে তিনি প্রতিবাদ করেন নি। কিন্তু শামীম ইকবাল ও তার লোকজন নিয়ে নানা উপলক্ষ ও আচার অনুষ্ঠানের দোহাই দিয়ে প্রায়ই তাঁর কাছ থেকে চাঁদা আদায় করতেন এবং বাকিতে মাল নিয়ে টাকা দিতেন না।

এ ঘটনায় তিনি শাহপরাণ (র.) থানায় গত ১১ ফেব্র“য়ারি সাধারণ ডায়েরী করেছেন। যার নং-৬১৫। এছাড়া র‌্যাব-৯  ও পুলিশ কমিশনার বরাবরে পৃথক অভিযোগ করেছেন।
এরই ধারাবাহিকতায় ১৫ ফেব্র“য়ারি শামিম ইকবাল ও সাব্বিরসহ তাদের বাহিনী অস্ত্রে সজ্জিত হয়ে কয়জন দোকানে গিয়ে তাঁর ছেলে তাহমিদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে থাকে মারধোর করে গুরুতর আহত করে।

পরে ব্যবসায়ী রুমা বেগমের বাসায় গিয়ে আবারো চাঁদা দাবী করেন এবং চাঁদা না দিলে দোকান বন্ধের হুমকি প্রদান করেন। এত টাকা তাঁর পক্ষ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে অপরাগতা প্রকাশ করে তাদের বলেন যে, ৩টি সন্তান নিয়ে স্বল্প আয়ের এই ব্যবসা জীবনযাপনের একমাত্র অবলম্বন। এত টাকা চাঁদা তিনি কোথা থেকে দেবেন। বর্তমানে সন্ত্রসাীরা প্রতিদিন রুমা বেগমের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসে আড্ডা দেয় এবং কোনো ধরনের কাস্টমার দোকানে ঢুকতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

শাহপরাণ থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল