যোগ্য‌নেতা‌দের ক‌মি‌টি‌তে অন্তরভুক্ত করা হ‌বে:‌ মির্জা আলমগীর

প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৬

যোগ্য‌নেতা‌দের ক‌মি‌টি‌তে অন্তরভুক্ত করা হ‌বে:‌ মির্জা আলমগীর

00-236-696x485বিএন‌পির নব নির্ব‌চিত ক‌মি‌টি‌তে যোগ্য‌নেতা‌তের অন্তরভুক্ত করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকা‌লে রাজধাণীর শে‌রে বাংলা নগরে স্বেচ্ছা‌সেসবক দ‌লের প্র‌তিষ্ঠাতা বা‌র্ষিকীতে প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের মাজা‌রে ফুল দি‌য়ে শ্রদ্ধা ও মোনাজাত শে‌ষে তি‌নি এসব কথা ব‌লেন।

স্বেচ্ছা‌সেসবক দ‌লের ৩৬তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে দ‌লের নেতাকর্মী‌দের নি‌য়ে পুষ্পার্ঘ্য অর্পন ক‌রেন মির্জা ফখরুল।

তি‌নি ব‌লেন,‌বিএন‌পির গঠনতন্ত অনুযায়ী এক নেতার এক পদ কায্যকর হ‌চ্ছে সেখা‌নে অ‌নেক পদ খালী হ‌বে। এই শূণ্যপদ গু‌লো‌তে দ‌লের যোগ্য নেতা‌দের স্থান দেয়া হ‌বে।

তি‌নি ব‌লেন,‌শেখ মু‌জিব হত্যায় বি‌এন‌পি নয়। আওয়ামী লী‌গের নেতারাই জ‌ড়িত। শেখ মু‌জি‌বের মর্মমা‌ন্তিক হত্যার পর আওয়ামী লী‌গের নেতারাই ক্ষমতায় ছিল। তাই সুষ্ঠ তদন্ত হ‌লে বে‌রি‌য়ে আস‌বে বিএন‌পি নয় আওয়মী লী‌গের নেতারাই জাড়ত।

Ziaur Rahman 's grave wreaths

‌বিএন‌পির এই নেতা ব‌লেন, আওয়ামী লীগ জ‌ঙ্গি নিমূর্ল কর‌তে চায় না। জ‌ঙ্গিবাদ‌কে তারা রাজ‌নৈ‌তিক ভা‌বে ব্যবহার কর‌ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থে‌কেই উগ্রবাদ জ‌ঙ্গিবাদ বেড়ই  চল‌ছে। ত‌বে জ‌ঙ্গি বাদ নিমূ‌লে আমা‌দের জাতীয় এক্যর প্র‌ক্রিয়া অব্যহত র‌য়ে‌ছে।

এসম‌য়ে উপ‌স্থিত ছি‌লেন,‌বিএন‌পির যুগ্ম মহস‌চিব খায়রুল ক‌বির খোকন,‌স্বেচ্ছা‌সেবক বিষয়ক সমম্পাদক মীর সরফত আলী সপু, সহ দপ্তর সম্পাদক মু‌নির হো‌সেন,‌নির্বাহী ক‌মি‌টির সদস্য অধ্যাপক আ‌মিনুল ইসলাম,সা‌বেক ছাত্র‌নেতা সর্দার নুরুজ্জামান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল