সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
বিনোদন ডেস্ক ::
চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা শাহ হোমায়রা সুবাহ্। কিছুদিন আগে সিনেমায় অভিনয়ে নাম লেখান। এরইমধ্যে তিনি শেষ করেছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার কাজ।
ক’দিন আগে শুরু করেছেন নতুন সিনেমা আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলে’। তবে এই সিনেমার শুটিং চলাকালীন সময়েই সুবাহ্ ‘ওল্ড ইজ গোল্ড’ নামের একটি নাটকেও অভিনয় করেছেন। সুবাহ্’র ভাষ্যমতে এটি তার অভিনীত প্রথম নাটক।
সিনেমায় কাজ করার পাশাপাশি একটি নাটকে অভিনয়ের জন্য সিনেমা সংশ্লিষ্টদের কাছ থেকে কিছুটা বাঁকা কথাও শুনতে হয়েছে।
কিন্তু কেন নাটকে অভিনয় করেছেন? এমন প্রশ্নের জবাবে সুবাহ্ বলেন,‘ জাহিদ হাসান ভাই আমার ভীষণ ভীষণ প্রিয় একজন অভিনেতা। তারসঙ্গে অভিনয়ের প্রস্তাব আসায় এবং গল্পটা আমার ভালোলাগায় আমি নাটকটিতে অভিনয় করেছি। এরইমধ্যে নাটকটির কাজ শেষ করেছি। গল্প, চরিত্র এবং জাহিদ হাসান ভাইয়ের আন্তরিক সহযোগিতা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। কাজটি করতে যদিও আমার অনেক কষ্ট করতে হয়েছে । তারপরও কাজটি করে আমি তৃপ্ত। তাছাড়া নতুন বছরে এটা দর্শকের জন্য আমার বিশেষ উপহার। আশা করি এই উপহার দর্শকের ভালো লাগবে।’
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd