যোগ্য লোকের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন চাইলেন এরশাদ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

যোগ্য লোকের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন চাইলেন এরশাদ

006_228804১৮ অক্টোবর ২০১৬: মঙ্গলবার: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, আগামীতে আমরা এ রকম মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন চাই না। যোগ্য লোকের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন চাই।

মঙ্গলবার দুপুরে নগরীর পল্লিনিবাসে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরশাদ আরো বলেন, চীনের রাষ্ট্রপতির সফরকালে বিরোধীদলীয় নেতার সাথে সাক্ষাতের সুযোগ না দেওয়া সরকারের পক্ষে সমীচীন হয়নি। এতে আমাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলে বিস্তারিত সাংবাদিকদের জানাব।

তিনি জানান, জাতীয় সংসদে দু’জন সাবেক রাষ্ট্রপতির ভাতা না দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে তাতে তার নাম নাই। তিনি এতদিন সাবেক রাষ্ট্রপতির কোনো ভাতা নেননি, সেনাবাহিনীর প্রধান হিসেবে পেনশন নিয়েছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- জাতীয় পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মুস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসির, জেলা কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ। দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চার দিনের সফরে মঙ্গলবার রংপুরে আসেন এরশাদ।

ফেসবুকে সিলেটের দিনকাল