১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশ
নের উদ্যোগে প্রতিবন্ধী ও দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত জনাব ড. এ কে আব্দুল মোমেন ,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।
প্রতিবন্ধীদের সুশিক্ষায় শিক্ষিত ও স্বাবলম্বি করতে জননেত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। প্রতিবন্ধীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার মাধ্যমে তাদের জীবন মান উন্নয়ন করতে হবে। তিনি সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
ড. এ.কে আব্দুল মোমেন বৃহস্পতিবার বিকেলে নগরীর পাঠানটুলাস্থ জামেয়া রাগিবিয়া গোয়াবাড়ী মাদরাসা প্রাঙ্গণে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুঃস্থ প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ¦ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক সুদীপ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ,সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর প্রশাসন) রওশনুজ্জামান সিদ্দিকী, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম.এ আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রফিকুল ইসলাম ফেনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান চৌধুরী, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু। বক্তব্য রাখেন জালালাবাদ থানা অফিসার ইনচার্জ আখতার হোসেন, সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান, জামেয়া রাগিবিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওয়ালি উল্লাহ আল মাহমুদ, সমাজসেবী হেলাল আহমদ, আবুল মনসুর টিপু, বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, আওয়ামীলীগ নেতা টুনু মিয়া, ছাত্রলীগ নেতা লিটন আলী, এহিয়া আহমদ সুমন, ফেরদৌস আহমদ রাজু, পারভেজ আহমদ। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক আরিফ শিকদার মামুন, অফিস সম্পাদক আল আমীন আহমদ নাঈম, সদস্য আব্দুল মতিন, মুজিবুর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মৌলভী কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে ১৮০ জন দুঃস্থ প্রতিবন্ধীদের মধ্যে চাল, ডাল, তেল, পিয়াজ, চিনি, সেমাই বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D