সিলেট ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
অনলাইন ডেস্ক ::
রাজধানীর গুলশানে দুবাই ভিসা সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪ তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে এসির বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গেছে।
এদিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, ছাদে এসি মেরামতের সময় হয়তো কোনো ত্রুটির কারণে নিচতলায় বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের ভেতরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর ছাদে এসি কন্ট্রোল রুম থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, যেখানে বিস্ফোরণ হয়েছে সেটি দুবাইয়ের ভিসা সেন্টার বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সূত্র : যুগান্তর
এর মধ্যে ৬হাজার ৭শত ৪২জন হিন্দু ভোটার রয়েছে। মাধবপুর পৌরসভা সিলেট বিভাগে প্রবেশদ্বার এবং প্রথম শ্রেণির পৌরসভা। মেয়র পদে ৪ জন, ৯ টি ওয়ার্ডে কাউন্সিলার পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা আসনে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেছে।
মেয়র পদে আওয়ামিলীগের প্রার্থী শ্রীধাম দাস গুপ্ত (নৌকা প্রতীক ) কে অংশগ্রহণ করেছে।নৌকা প্রতীক নিয়ে আসলেও মাঠে তেমন অবস্থান চোখে পড়েনি।প্রচার প্রচারণা স্থানীয় আওয়ামিলীগের অনেক নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। হাবিবুর রহমান মানিক বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে।সে অল্প ভোটের ব্যবধানে গত বছর নৌকার প্রার্থী বর্তমান মেয়র হিরেন্দ্র লাল সাহার সাথে পরাজিত হন।
এ নির্বাচনে শক্ত অবস্থান নিয়ে প্রচার প্রচারণায় চালিয়ে যাচ্ছে।হাবিবুর রহমান মানিক জানান,জনগণ সঠিক ভাবে ভোট প্রয়োগ করতে পারলে অবশ্যই এ বছর ধানের শীষ প্রতীকের জয় হবে নিশ্চিত। শাহ মুহাম্মদ মুসলিম মাধবপুর পৌরসভার প্রথম মেয়র ও উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা।আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক না পেয়ে সতস্ত্র প্রাথী র্( জগ মার্কা ) নির্বাচনে অংশগ্রহণ করেন।
স্থানীয় রাজনীতি অঙ্গনে রয়েছে গ্রহণ যোগ্যতা সেই সুবাধে ভোটের মাঠে রয়েছে শক্ত অবস্থান। পৌরসভার চারদিকে প্রচার প্রচারণায় সরগরম।
পংকজ কুমার সাহা একজন দানশীল ব্যক্তি বর্তমান মেয়র হিরেন্দ্র লাল শাহার ছোট ভাই।তিনি মানুষের বিপদে সবসময় সাহায্যে সহায়তার হাত বাড়িয়ে দিতেন।এবং কাহারও কাছে প্রকাশ্যে প্রকাশ করতেন না। বিভিন্ন মসজিদ-মন্দিরে সাহায্য করেছেন।নৌকার প্রতীক না পেয়ে (নারিকেল গাছ) প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েৃেছন।
নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা মুখরিত।পংকজ কুমার সাহা জানান সুষ্ট নির্বাচন হলে জনগন যদি সঠিক ভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে ১৬ তারিখ আমার বিজয় নিশ্চিত। গত নির্বাচনে অল্পভোটের ব্যবধানে নৌকা প্রতীকের কাছে ধানের শীষ প্রার্থী পরাজিত হন। নির্বাচন বিশ্লেষক ও সাধারণ ভোটারদের ধারণা এবারের মাধবপুর পৌর নির্বাচনে নৌকা নয় বাকি ৩ প্রার্থীর মধ্যে শক্ত লড়াই হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd