‘রাজনীতি অবরুদ্ধ হওয়ার কারণে গণবিস্ফোরণ ঘটবে’

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

‘রাজনীতি অবরুদ্ধ হওয়ার কারণে গণবিস্ফোরণ ঘটবে’

নিউজ ডেস্ক::  জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণের ভোটাধিকার হরণ, ভোট কারচুপি, ভোট জালিয়াতির মাধ্যমে জনগণকে অবরুদ্ধ করার যে রাজনীতি চলছে তার বিরুদ্ধে একদিন গণবিষ্ফোরণ ঘটবে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় সংসদ, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সকল নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এদেশের মানুষ ভোটাধিকার হরণকে চরমভাবে ঘৃণা করে। এর প্রতিক্রিয়া খুবই ভয়াবহ হবে। জেএসডি কমলনগর শাখা আয়োজিত সভায় দলটির উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব এর  সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এম.এ গোফরান, স্থায়ী কমিটির সদস্য আতাউল করিম ফারুক, মিসেস তানিয়া রব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিকাশ চন্দ্র সাহা, জেলা সভাপতি অধ্যক্ষ মুনছুরুল হক, সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল