সিলেট ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:
বেশ কয়েকদিন থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। সকলের ধারণা সৌরভ এবার ব্যাট ধরবেন রাজনীতির পিচে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভের পক্ষ থেকে হ্যাঁ না কোন উত্তরই পাওয়া যায়নি। এদিকে আগামী ৭ মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় সৌরভ গঙ্গোপাধ্যায় হাজির থাকতে পারেন এবং সে দিনই আনুষ্ঠানিকভাবে তাঁর বিজেপিতে যোগদান সম্পন্ন হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বুধবার জানা যায় কল্পনা আপাতত কল্পনা থাকছে। মহারাজ এখনই রাজনীতির ময়দানে ব্যাট করতে আগ্রহী নন। স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, সৌরভের বক্তব্য এখনও অস্পষ্টই। এনিয়ে কোন মন্তব্য করেননি তিনি। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনও সাড়া দেননি। অন্য দিকে, অমিত-পুত্র জয় যেহেতু বোর্ড প্রশাসনে সৌরভের সতীর্থ, তাই ক্রিকেট মাঠের বৃত্ত ছাড়িয়ে পিতা-পুত্রের মাধ্যমে রাজনৈতিক সেতুবন্ধনের সম্ভাবনা জোরালো হতে থাকে। এক সময় জল্পনা খুবই জোরালো হয়ে উঠেছিল যে, সৌরভ বিজেপি-তে যোগ দিচ্ছেন। তবে আপাতত তা হচ্ছে না।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd