২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মে ৬, ২০১৬
রানা প্লাজা ধসের জন্য আমেরিকার তিন বড় কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণের যে মামলা করেছিলেন কয়েকজন ক্ষতিগ্রস্থ, এক মার্কিন আদালত তা খারিজ করে দিয়েছে। বার্তা সংস্থা এপি এই খবর দিচ্ছে।
ওয়ালমার্ট, জে সি পেনি এবং চিলড্রেন্স প্লেসের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। মামলার বাদী ছিলেন রানা প্লাজার এক আহত শ্রমিক এবং নিহত এক নারী শ্রমিকের স্বামী।
তারা অভিযোগ করেছিলেন, এই তিনটি কোম্পানি রানা প্লাজার কারখানায় শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে পারেনি।
কিন্তু ডেলাওয়ারের এক আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন। বিচারক বলেছেন, বাংলাদেশি আইন অনুযায়ী এরকম ক্ষতিপূরণের মামলা করতে হয় ঘটনার এক বছরের মধ্যে। এক্ষেত্রে বাদীরা মামলা করতে দেরি করেছেন।
উল্লেখ্য ২০১৩ সালে রানা প্লাজা ধসে নিহত হয়েছিলেন এগারোশোর বেশি শ্রমিক।
বিচারক আরও বলেছেন, রানা প্লাজায় যেসব শ্রমিক কাজ করতেন, তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব কারখানার মালিকের। এক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে কেন এসব শ্রমিকের নিরাপত্তার দায় নিতে হবে, তা বাদী পক্ষ যুক্তি দিয়ে প্রমান করতে পারেননি। সূত্র : বিবিসি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D