সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬
২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার: সরকারের আচরনের উপর নির্ভর করছে রামপাল বিদ্যুত কেন্দ্র প্রতিবাদে বিএনপির রাজপথের কর্মসূচি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাজারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পন শেষে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে দলের নেতার্কমীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা অর্পন করেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতারা সব সময়ে বিএনপির বিরুদ্ধে স্বভাব সুলভ বক্তব্য দিয়ে থাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় স্বার্থে জনগণের পক্ষে আন্দোলন করেছেন। এবং এখনও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য লড়াই করে যাচ্ছেন।
তিনি বলেন,বেচে থাকার জন্য সুন্দর বন রক্ষা করা আমাদের দায়িত্ব। বিদু্্যত আমাদের দরকার। তবে সুন্দর বন ধ্বংস করে নয়। আমাদের বিকল্প পথ আছে। দেশে অনেক জাগয়া আছে সেখানে বিদু্যত কেন্দ্র স্থাপন করা যেতে পারে।
এসময়ে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খানসহ বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd