১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৬
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজননৈতিক উদ্দেশ্যে মামলায় অন্যায়ভাবে সাজা প্রদানের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিল বারুতখানা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান অনির্বাচিত সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জাতীয়তবাদী শক্তির ঐক্যের প্রতীক জননেতা তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রেখে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন বাংলাদেশের ছাত্রজনতা দুঃস্বপ্নে পরিনত করবে।
বক্তারা বলেন, জুলুমবাজ সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তারেক রহমান সময়মত বাংলাদেশের মাটিতে অবশ্যই ফিরে আসবেন।
সিলেট জেলা ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে এবং এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রাজীব ও জুবের আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা ও সিলেট ল’ কলেজ ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক কামাল হোসেন, মহানগর ছাত্রদল নেতা ফাহিম রহমান মৌসুম, তানিমুল ইসলাম তানিম, মনিরুজ্জামান মিজান, তাজুল ইসলাম সাজু, এমসি কলেজ ছাত্রদল নেতা শেখ শামসুদ্দিন শামসুল, সরকারী কলেজ ছাত্রদল নেতা এস এম ফখরুল ইসলাম, জামিনুল ইসলাম জামি, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আব্দুল হামিদ, এমসি কলেজ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজ, এমসি কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সালাউদ্দিন, এমসি কলেজ ছাত্রদল নেতা জুবায়ের আহমদ, সোয়েব আহমদ খান, জনি, পারভেজ আহমদ, ফুহাদ আহমদ, সৈয়দ শাহনুর, সৈয়দ আলীম উদ্দিন প্রমুখ। -বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D