রিজভীর নি:শর্ত মুক্তি দাবি করলেন খালেদা জিয়া! মির্জা আলমগীরের নিন্দা

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

রিজভীর নি:শর্ত মুক্তি দাবি করলেন খালেদা জিয়া! মির্জা আলমগীরের নিন্দা

khaladea ziaবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ‘অসুস্থ এবং চিকিৎসকের পর্যবেক্ষনে আছেন’ দাবি করে এই অবস্থায় তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনাকে ‘অমানবিক আচরনের বহি:প্রকাশ’ বলেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি অবিলম্বে রিজভী আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার নি:শর্ত মুক্তি দাবি করেন।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই দাবি করেন।

নাশকতার পাঁচ মামলায় বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর কওে তাকে কারাগাওে পাঠানোর নির্দেশ দেয়।

রিজভী আহমেদকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ভোটারবিহীন অবৈধ ও অনৈতিক সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে আজ মানবিকতাবোধও হারিয়ে ফেলেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদের নির্মূল ও পর্যুদস্ত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করেছে।’

তিনি বলেন, ‘দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তম্ভকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিচার বিভাগও আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।’

আদালতে রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘রিজভী একজন আইনজীবি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি বলেই তিনি আদালতে জামিন প্রার্থনা করেছিলেন।

“মামলার এজাহারে তার নাম না থাকলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ তাকে মামলায় অন্তর্ভুক্ত করেছে। অসুস্থ রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণ শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন” বলেন তিনি।

অপর এক বিবৃতিতে রিজভীকে কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘অসুস্থ রিজভীকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের ঘটনা প্রমান করে সরকার মানবিকতাবোধ হারিয়ে ফেলেছে। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাবশত: তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

অবিলম্বে রিজভীর মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল