সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬
আগামী কাল ৬ই আগস্ট রোজ শনিবার সাবেক নৌ বাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষি মন্ত্রী রিয়াল এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩২তম মৃত্যু বার্ষিকী । দুই দশক আগে এই দিনটিতে তিনি জীবনের শেষ মুহুর্তটুকুও নিপীড়িত স্বদেশবাসীর সেবায় উৎসর্গ করেছিলেন। তার মৃত্যু বার্ষিকী উপলক্স্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পন, কুর-আন খতম ও বিশেষ মোনাজাত।
মরহুমের জন্মভূমি সিলেটে গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুরে বাদ জোহর মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ করা হবে।
বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মরহুমের পরিবারের পক্ষথেকে মিলাদ মহাফিল অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ মাহফিলে সিলেটের সর্বস্তরের জন সাধারণ কে উপস্থিত থাকার জন্য মাহবুব আলী খানের পরিবারের পক্ষ থেকে মরহুমের ভাতিজা বাবর আলী খান অনুরোধ জানিয়েছেন।
এছাড়া হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ করা হবে।
জামালপুর জেলায় দুরমটে হযরত শাহ কামাল (রঃ) এর মাজার শরিফে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বগুড়ায় বায়তুর রহমান মসজিদে এই দিনটি উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নৌ-বাহিনী এই দিনটি উপলক্ষ্যে ঢাকায় মরহুমের মাজার পুস্পস্তবক অর্পণ এবং ঢাকা, চট্রগ্রাম, কাপ্তাই, মংলা ও খুলনায় বিভিন্ন নৌ ঘাটিতে মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
বেগম এম এ খান কর্তৃক প্রতিষ্টিত সুরভি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের দেশব্যাপী বিভিন্ন শাখায় বিশেষ দোয়া ও দুঃস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।
এই দিনপি উপলক্ষ্যে তার রুহের মাগফেরাত কামনা করে এম এ খান স্মৃতি পরিষদের আয়োজনে পবিত্র মক্কা শরীফে বিশেষ মোনাজাত এবং লন্ডনে, যুক্তরাষ্ট্রে ও মালয়েশিয়ার মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
মরহুমের বাস ভবন ‘মাহবুব ভবন’ এ (ধানমন্ডি আ/এ ঢাকা) সন্ধ্যার পর কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd