২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য বিভাগ সিলেট-এর সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটে নতুন করে আক্রান্ত ৫০ জনের মধ্যে র্যাব সদস্য ১৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন, রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ৩ জন, চিকিৎসক ৪ জন এবং বাকিরা সদর এলাকার।
তবে ঢাকা থেকে আসা ৩৩ জন কোন এলাকার তা এখনও জানা যায়নি উল্লেখ করে ডা. আনিসুর রহমান বলেন, ঢাকায় ১৫৪টি নমুনা পরিক্ষায় ৩৩ জনের পজিটিভ এসেছে।
এদিন ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয় বলেও নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। আক্রান্তদের মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন জানান তিনি।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সকলেই সুনামগঞ্জের। এরমধ্যে সুনামগঞ্জ সদরের ৯ জন, জগন্নাথপুরের ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৫ জন, বিশ্বম্ভর পুরের ৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ১৭৩৩ জনে পৌঁছে গেছে। বিপরীতে সুস্থ হয়েছেন ৪০৬ জন এবং মারা গেছেন ৩৭ জন। এছাড়া মঙ্গলবার (০৯ জুন) নতুন করে আক্রান্ত ৫০ জনসহ সিলেট জেলায় করোনা পজিটিভ ৯৮৯ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ১২৮ জন এবং মারা গেছেন ২৮ জন। বিভাগের মধ্যে সুনামগঞ্জে নতুন ২২ জনসহ জেলায় আক্রান্তের সংখ্যা ৩৫১ জন। বিপরীতে সুস্থ হয়েছে ৮১ জন আর মারা গেছেন ৩ জন। হবিগঞ্জে আক্রান্ত ২০৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৫ জন এবং মারা গেছেন ২ জন। এছাড়া মৌলভীবাজারে ১৫২ জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৬২ জন এবং মারা গেছেন ৪ জন।
সিলেটে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধির কারণে মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি মানাতে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এদিন ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৬৯ জনের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি আইনে মামলা দিয়ে ১ লাখ ২০ হাজার ৫০ টাকা আদায় করেছেন। করোনা পরিস্থিতি থেকে সকলকে সুরক্ষায় সংশ্লিষ্টরা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D