সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৬
জামালপুর রেলওয়ে স্টেশনে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বারীকে পিটিয়ে হত্যা করেছে রেলওয়ে (জিআরপি) পুলিশ।
সোমবার দুপুরে জামালপুর স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে জামালপুর মুক্তিযোদ্ধা সংসদ।
স্থানীয়রা জানায়, দুপুরে মুক্তিযোদ্ধা আব্দুল বারীর ছেলে জামালপুর স্টেশনে টিকেট কাটতে যায়। সে সময় জিআরপি পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে আব্দুল বারী ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ আব্দুল বারীর ওপর চড়াও হয়। এসময় প্লাটফরম এলাকায় পুলিশ প্রকাশ্যে তাকে বেদম পিটিয়ে আহত করে।
পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল বারীকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সাবেক এমপি শফিকুল ইসলাম খোকা ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, দোষীদের বিচারের দাবিতে শিগগিরই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার বলেন, স্টেশনে বিনা টিকেটের যাত্রীদের আটকে অভিযান চলছিল। এ সময় ওই মুক্তিযোদ্ধার ছেলেকে আটকের পর ছেড়ে দেয়া হয়। তারপরও মুক্তিযোদ্ধা আব্দুল বারী স্টেশন প্লাটফর্মে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ করে অশালীন ভাষায় গালিগালাজ ও পুলিশের প্রতি মারমুখী হয়ে উঠেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে তিনি মাটিতে পড়ে গিয়ে আহত হন। পরে তাকে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd