২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭
রোটারি ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর পিএইচএফ বলেছেন, সমাজের মানুষের জন্য অনেক কিছু করার রয়েছে। বিশেষ করে অবহেলিত জনগোষ্ঠির উন্নয়নে কাজ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। রোটারির মাধ্যমে এ দায়িত্ব পালন করার সুযোগ সৃষ্টি হয়। তাই রোটারি অতিথ থেকে এখন পর্যন্ত বিভিন্নভাবে সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে। এমন কি আগামীর প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে রোটারি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে সব ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করছে। তিনি বলেন রোটারিতে আসার লক্ষ্যই হলো আর্ত্মমানবতার কল্যাণ সাধনে এগিয়ে আসা।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ৩৭ তম ‘চার্টার ওবজারভেশন ডে’ উপলক্ষে কেঁককাটা অনুষ্ঠান ও নিয়মিত সাপ্তাহিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে গত শনিবার রাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘চার্টার ওবজারভেশন ডে’ পালন করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান ড. এম. শহিদুল ইসলাম অ্যাডভোকেট পিএইচএফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান প্রফেসর সাব্বির আহমদ, লো কস্ট হাউসের উপর বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মুহাম্মদ সিদ্দিকুর রহমান পিএইচএফ। বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মো. আবুল বসর পিএইচএফ, রোটারিয়ান পিপি অ্যাডভোকেট বদরুল হোসেন, রোটারিয়ান পিএজি সৈয়দ সুজাত আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান পিপি মো. আব্দুল আলী আরএফএসএম, জাতীয় সংগীত পরিবেশন করেন রোটারিয়ান ড. এম. শহিদুল ইসলাম অ্যাডভোকেট পিএইচএফ ও রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পিপি মুহাম্মদ মুহিবুর রহমান আরএফএসএম। উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নেহাল মোহাম্মদ হাসনাইন, রোটারিয়ান পিপি আফসর উদ্দিন পিএইচএফ, রোটারিয়ান মো. রুহুল আলম আরএফএসএম, রোটারিয়ান পিপি আব্দুল খালিক, রোটারিয়ান পিপি মো. এমদাদ হোসাইন আরএফএসএম, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি মো. জিয়াউল হক পিএইচএফ, রোটারিয়ান এম.এ. রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D