২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭
আতাউর রহমান পীর হচ্ছেন একজন মডেল অফ ফেলোশিপ। এমন মানুষ হাজার বার আমাদের রোটারিতে আসুক এই কামনা করি। গভর্নর নির্বাচিত হয়ে এটা শুধু উনার বিজয় হয়নি বরং বাংলাদেশের সকল রোটারিয়ানদের বিজয় হয়েছে। তিনি যতদিন আমাদের রোটারিতে থাকবেন ততদিন যেন রোটারির সেবা করতে পারেন। রোটারী ক্লাব অব জালালাবাদ-এর উদ্যোগে রোটারী গভর্নর নির্বাচিত হওয়ায় পি.পি. লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীরের সংবর্ধনা সভায় বক্তারা একথা বলেন।
শুক্রবার নয়াসড়কস্থ জালালাবাদ পঙ্গু পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব জালালাবাদ-এর প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট মো: মোজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান রুমেল এম এস রহমান পীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পিডিজি রোটারিয়ান ড. মঞ্জুরুল হক চৌধুরী, লন্ডন বুরো অফ ব্র্যান্ট এ মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, রোটারি ক্লাব অব থেমসাইডের এনড্রি উইলিয়াম, আর্থার বাসওয়েল, আই হেল্প ফাউন্ডেশন-এর আই হসপিটালের ফাউন্ডার চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, রোটারি আই প্রজেক্টের ট্রাস্টি জন মাইলস, রোটারি ক্লাব অব গিলফোর্ডের দিওনা মাইলস, লায়নস ইন্টারন্যাশনাল-এর পাস্ট গভর্নর এম এস শিকিল চৌধুরী, সিলেট বিভাগের কর কমিশনার সৈয়দ মোঃ আবু দাউদ, কাব প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ, রোটারিয়ান আকতার আহমেদ, পি.পি. রোটারিয়ান প্রফেসর ড. তোফায়েল আহমদ, পি.পি. রোটারিয়ান প্রফেসর ড. মীর মাহবুবুল আলম, রোটারিয়ান মো: আরশাদ আলী, পি.পি. রোটারিয়ান এম নওয়াব আলী, রোটারিয়ান মো: মঞ্জুর আল বাছেত, পি.পি. রোটারিয়ান শফিক আহমদ বখত, রোটারিয়ান সুব্রত চক্রবর্তী, রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ, পি.পি. রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী, রোটারিয়ান জামিল আহমদ চৌধুরী, পিএজি রোটারিয়ান মো: মনির উদ্দিন চৌধুরী, রোটারিয়ান গোলাম রব্বানী চৌধুরী, রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ আরএফএসএম, পি.পি. রোটারিয়ান সিরাজুল ইসলাম ফারুক, রোটারিয়ান জেএমএইচজে ফেরদৌস, রোটারিয়ান ড. মো: জাকারিয়া হোসেন, রোটারিয়ান জাহাঙ্গির লুৎফা, রোটারিয়ান পি.পি. মো: মোস্তফা কামাল, রোটারিয়ান নূরুল আনাম খান ফারুক, পি.পি. রোটারিয়ান ড. আনোয়ারা খাতুন, রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান পি.পি. এম আতাউর রহমান, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান ফিরোজা রহমান, পি.পি. রোটারিয়ান প্রফেসর ড. মো: আব্দুস সালাম, পি.পি. রোটারিয়ান মো: আব্দুস সাত্তার, রোটারিয়ান আনহার শিকদার প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে গভর্নর হওয়া সম্ভব ছিলোনা। এজন্য আমি সকলের প্রতি চির কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন আমি যেন একজন ভালো গভর্নর হতে পারি এবং রোটারির জন্য যাতে কিছু করতে পারি। – প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D