সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
নিজস্ব প্রতিবেদক
র্যাব- ৯ এর অভিযানে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে মদ-ইয়াবাসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিমানবন্দর থানার বিমানবন্দর বাইপাস এলাকায় অভিযান চালায়। এসময় ২৮৫ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মাসুম আহমদকে (২৫) গ্রেপ্তার করে। মাসুক ওসমানীনগর থানার রবিদাস গ্রামের সুন্দর আলীর ছেলে।
এদিন দিবাগত রাতে নগরীর খাদিমনগর বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের মৃত আনসার আলী খানের ছেলে জাকির হোসেন (৫২) ও জিয়াউল খান অরফে জিয়ারত (৪৩) ও একই উপজেলার কালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদ পারভেজ অরফে লাভলুকে (৩৬) ৩০ বোতল ফেনসিডিল, ২৮ বোতল অফিসার্স চয়েস ও ০৬ বোতল বিয়ারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াছিন মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াছিন বাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানার অলিপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
অপরদিকে রাত ৮টার দিকে সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে মথুরকান্দি এলাকা থেকে বিদেশি ৪৯ বোতল মদ, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০ টাকা জব্দসহ মাদক ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে রাব্বি হাসান (২৫), মো. হারুন অর রশিদের ছেলে মাসুদ (২২), কাপনা গ্রামের হান্নান মিয়ার ছেলে নয়নকে (১৮) গ্রেপ্তার করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd