সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬
সিলেট নগরীর সোবহানীঘাটস্থ লতিফিয়া হিফজুল কুরআন সেন্টারের উদ্যোগে হাফিজদের মধ্যে পাগড়ী ও সনদ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার ১০ জন হাফিজদের মধ্যে এ পাগড়ী ও সনদ প্রদান করা হয়। শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী’র সভাপতিত্বে পাগড়ী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সহীহভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানদের জন্য অবশ্যই কর্তব্য। সহীহ-শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত না করলে নামাজ সহীহ হয়না। তাই প্রত্যেক মুসলমানদের শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা শিখতে হবে। তিনি বলেন, লতিফিয়া কুরআন সেন্টার প্রতি বছর অনেক হাফিজ তৈরী করছে। যারা আলোকিত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
লতিফিয়া হিফজুল কুরআন সেন্টারের পরিচালক মাওলানা জইন উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী, আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা ছরওয়ারে জাহান, মহাসচিব মাওলানা মনোওর আলী, মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা শামসুল হুদা, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, আল ইসলাহর সিলেট মহানগরীর সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হিফজুল কুরআন সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ বায়জিদ আলম, সহকারী শিক্ষক হাফিজ জাকির আহমদ প্রমুখ। পাগড়ী ও সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- হাফিজ জুবের আহমদ, হাফিজ বদরুল ইসলাম, হাফিজ ইমন আহমদ হাফিজ জুবেল আহমদ, হাফিজ মুহিবুর রহমান, হাফিজ আবু বক্কর ফারহান, হাফিজ আশরাফুল হক, হাফিজ খালেদ আহমদ, হাফিজ জাফর আহমদ ও হাফিজ আব্দুল মাজিদ চৌধুরী। অনুষ্ঠানে পাগড়ী প্রাপ্ত হাফিজদের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd