২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬
২৪ অক্টোবর ২০১৬ সোমবার: সংগীত জীবনের বর্ণাঢ্য ৫০ বছর পূর্ণ করেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। এ উপলক্ষে লন্ডনে আজীবন সম্মাননা পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকা। গত রোববার তার হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়। লন্ডনের মেফেয়ারের গ্রসভেনর হোটেলের দ্য গ্রেট রুমে আয়োজিত এশিয়ান কারি এওয়ার্ডে রুনা লায়লাকে আজীবন সম্মাননা জানানো হয়।
পুরস্কার গ্রহণের পর তার সঙ্গে সম্মিলিতভাবে ছবি তোলেন লন্ডনের মেম্বার অব পার্লামেন্ট, হাউস অব লর্ডস অ্যান্ড কমন্স ও মেয়ররা। পুরস্কার নেয়ার সময় রুনা লায়লার সঙ্গে ছিলেন তার দুই নাতি জাইন ও অ্যারন।
খবরটি ফেসবুকে শেয়ার করে তার মেয়ে তানি লায়লা বলেছেন, আমার ঝলমলে মা আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন তার দুই গর্বিত নাতিকে নিয়ে।
সম্প্রতি রুনা লায়লার সংগীত জীবনের ৫০ বছরপূর্তি উদযাপনের জন্য লন্ডনে অনুষ্ঠিত হয় তার একক সংগীতানুষ্ঠান। এর আয়োজন করে ইউকে ডক্টর শেফ লিমিটেড। অনুষ্ঠানে তার কন্যা ও দুই নাতি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D