লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হা13231163_265363300476230_836009876_nসিনা রোববার (১৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা, প্রেস মিনিস্টার নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।

প্রধানমন্ত্রীর আগেই লন্ডন এসে পৌঁছান তার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিমানবন্দর থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় লন্ডনের বার্কিংহাম গেটস্থ তাজ হোটেলে। লন্ডনে যাত্রা বিরতিকালে এ হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলীয় নে13250473_265363317142895_168433962_nতাকর্মীরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অল ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গণি, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ-সভাপতি শামসুদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সিদ্দিকী,যুক্তরাজ্যছাত্রলীগ সভাপতি তামিম আহমেদ ও সাধারণ সম্পাদক সজিব ভূইয়া ,লন্ডন মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মো:নাজমুল ইসলাম সায়মন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব,সফিকুল ইসলাম সফিক,দপ্তর সম্পাদক জাকির হোসেন সহ আরো নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হোটেলেই অবস্থান করছিলেন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও তার শিশু কন্যা আজালিয়া এবং বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যরা।

১৮ থেকে ২০ মে অনুষ্ঠেয় ‘গ্লোবাল উইমেন লিডার্স’ ফোরাম কনফারেন্সে গেস্ট অব অনার হিসেবে যোগ দিতে ১৮ মে (বুধবার) সোফিয়ার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। গেস্ট অব অনার হিসেবে বুধবার কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনেই তিনি কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রোল মডেল বিবেচনা করেই সারা বিশ্বের বিভিন্ন সেক্টরে কর্মরত হাই প্রোফাইল নারীদের উপস্থিতিতে আয়োজিত এ কনফারেন্সে শেখ হাসিনাকে গেস্ট অব অনার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ব13173622_281709748838867_974248682816308362_nলে কনফারেন্স সূত্রে জানা গেছে।

এর আগে রোববার (১৫ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০০৫) প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।

ফেসবুকে সিলেটের দিনকাল