লন্ডন মহানগর ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির আহমেদ ঈদ শুভেচ্ছা।

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

লন্ডন মহানগর ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির আহমেদ ঈদ শুভেচ্ছা।

10473458_10204494306700453_9004128584016948354_n
সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন মহানগর ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির আহমেদ -তিনি বলেন,সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চির সমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে। একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ধৈর্য ও সহনশীলনতা অপরিহার্য। পবিত্র ঈদ-উল-আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করার
মাধ্যমে দেশ, জাতি ও রাষ্ট্রের সর্বোত্তম কল্যাণ সাধিত হবে।

ঈদ বয়ে আনুক শান্তির বার্তা, সুখময় হউক সবার জীবন, জানাই ঈদ মোবারক।13082482_10210025871269983_4734460734279541211_n

মোঃ জাকির আহমেদ

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, লন্ডন মহানগর ছাত্রলীগ

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল