লামাকজিতে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া : আটক ১০

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

লামাকজিতে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া : আটক ১০

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের মঙ্গলগিরি গ্রামে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ এড়াতে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১০জনকে আটক করেছে পুলিশ। সোমবার (০২ জানুয়ারি) বিকেলে মঙ্গলগিরি গ্রামের মসজিদের ইমাম ও বার্ষিক হিসাব নিকাশ নিয়ে ইদ্রিস আলী ও বশির আলী পক্ষের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মসজিদের ইমাম ও বার্ষিক হিসাব নিয়ে গ্রামের বশির আলী ও ইদ্রিস আলী তাদের অনুসারীদের নিয়ে দু’পক্ষে বিভক্ত হয়ে পড়েন। সোমবার এ বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে বাক বিতন্ডা ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পিপিএম ও এসআই কল্লোল গোষ্মামীর নেতৃতবে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের ১০ জনকে আটক করেন।

আটককৃতরা হলেন, মঙ্গলগিরি গ্রামের লায়েক আহমদ (২০), হাজারি গাঁওয়ের আব্দুশ শহীদ (৩৫), কান্দিগ্রামের ছুনু মিয়া (৫৫), দুর্লভপুরের বশির আলী (৫০), জাগিরালার আব্দুর রহমান (১৮), প্রয়াগমহলের নিজাম উদ্দিন (৪০), আমির আলী (৪০), সুহেল মিয়া (৩০), কাউছার (২৫) এবং বদর উদ্দিন (১৯)।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পিপিএম ও ওসি (তদন্ত) মাসুদুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল থেকে তাৎক্ষনিকভাবে ওই ১০ জনকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল