২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
করুনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার দায়ে লালদিঘিরপার নতুন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের উপর অনাস্থা প্রকাশ করে কার্যকরী কমিটির ১২ সদস্য পদত্যাগ করেছেন। করুণা চলাকালীন সময়ে দীর্ঘদিন থেকে অত্র মার্কেটের সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক বদরুল আলম মজনু মার্কেটে অনুপস্থিত এবং তাদের পরিচালিত ব্যবসায় আবার তারা সম্পূর্ণরূপে সক্রিয় এই সময়ে তারা ব্যবসায়ীদের পাশে না থেকে যে অমানবিকতার পরিচয় দিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা তা কোনোভাবে মেনে নেয়নি এবং আগামী ডিসেম্বরে তারা নির্বাচন দেওয়ার কোনো লক্ষণই ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন না সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত মার্কেটের মেয়র লকডাউন ঘোষণা দেওয়ার পর ও তা কার্যকর করাতে অত্র কমিটি বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাদের দীর্ঘ অনুপস্থিতির কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। দেশের এই মহাদুর্যোগ সময়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কার্যকরী কমিটি দীর্ঘ আলোচনা করে কার্যকরী কমিটির ১৬ সদস্যের মধ্যে ১২ জনই পদত্যাগ করেন। পদত্যাগকারীগন হলেন সহ সভাপতি ১ম রফিক মিয়া, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ১ম শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক আবদুস সালাম সহ-সাধারণ সম্পাদক মনির আহমদ, সাংগঠনিক সম্পাদক ১ম বাবর আহমদ রনি, ২য় আবদুল মমিন, প্রচার সম্পাদক সানাউল্লাহ, কার্যকরী কমিটির সদস্য মোঃ শাহজাহান মিয়া লোকমান মিয়া, রাহাত হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লালদিঘিরপার নতুন মার্কেট ব্যবসায়ী সমিতির প্রথম সাংগঠনিক সম্পাদক বাবর আহমদ রনি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D