৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬
২১ সেপ্টেম্বর ২০১৬, বুধবার: ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় নিহত হয়েছেন ২ মোটরসাইকেল আরোহী। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন লালাবাজার ইউনিয়নের বাঘরখলা কালাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস শহিদ (২৭) ও মকবুল মিয়ার ছেলে ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনুছ আলী (৩০)। তারা লালাবাজার ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী তানভীর আহমেদ জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে মারা যান।
দক্ষিন সুরমা থানার উপ পরিদর্শক (এসআই) আলতাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D