লালাবাজারে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬

লালাবাজারে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

lalabazatrr২১ সেপ্টেম্বর ২০১৬, বুধবার: ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় নিহত হয়েছেন ২ মোটরসাইকেল আরোহী। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন লালাবাজার ইউনিয়নের বাঘরখলা কালাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস শহিদ (২৭) ও মকবুল মিয়ার ছেলে ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনুছ আলী (৩০)। তারা লালাবাজার ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী তানভীর আহমেদ জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে মারা যান।

দক্ষিন সুরমা থানার উপ পরিদর্শক (এসআই) আলতাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল