সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৬
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে সন্ত্রাসী হামলায় মো. আজির মিয়া (৪৫) নামের এক ফার্মেসী ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লালাবাজার সেতুর উপর এ হামলার ঘটনা ঘটে।
নিহত আজির মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের মৃত মফসসর আলীর ছেলে।
স্থানীয়রা জানান,আজির উদ্দিনের ফার্মেসীতে প্র্যাকটিস করতেন ডায়বেটিকস বিশেষজ্ঞ মেডিসিন বিভাগের ডাক্তার নাদির হোসেন চৌধুরী। গত বুধবার রাতে তার প্রাইভেট কার স্থানীয় জুনাব আলী রাইস মিলের সামনে পার্কিং করে তিনি চেম্বারে আসেন।
এসময় ভরাউটা গ্রামের আল ইছলাহ নেতা আজাদ তার প্রাইভেট কার দিয়ে ডাক্তার নাদিমের কারের পেছনে ধাক্কা দেন। এতে ডাক্তার নাদিমের কার অনেকখানি ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় ফার্মেসী মালিক আজির উদ্দিনের সাথে আজাদের বেশ বাকবিতন্ডা হয়।
পরে এলাকার অলংকারি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল আগামী রোববার বিষয়টি মীমাংসা করে দেয়ার তারিখ নির্ধারণ করেন।
শুক্রবার রাতে ফার্মেসী বন্ধ করে বাড়ী যাওয়ার পথে লালাবাজার সেতুতে পৌঁছামাত্র আজাদ ও তার ভাই ছাত্রলীগ নেতা রিয়াজ ১৫/২০ জন সহযোগিসহ আজির উদ্দিনের পথরোধ করে স্টিলের রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আজিরকে হত্যা করে। এসময় আজিরের কাছে থাকা নগদ টাকাও নিয়ে যায় হামলাকারীরা।
হামলার পরপরই স্থানীয় ব্যবসায়ীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আজির উদ্দিনের লাশ উদ্ধার করেন।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা রাতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। প্রায় তিন ঘন্টা অবরোধ চলার পর রাত পৌনে ২টার দিকে পুলিশের ডিসি (দক্ষিণ) বাসুদেব বণিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
সিলেট মহানগর পুলিশের (দক্ষিণ) ডিসি বাসুদেব বণিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে। মামলা দায়েরের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd