লাশটির ওয়ারিশ কে ?

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৬

লাশটির ওয়ারিশ কে ?

সিলেট নগরীর পল্লবী আবাসিক আ/এ, গেইট সংলগ্ন পনিটুলা কালভার্টের নিচে ধোপাছড়া খালে গত ২০জানুয়ারী ২০১৬ ইংরেজী তারিখে ব্রিফকেসের ভেতর থেকে অজ্ঞাতনামা এক শিশুর (৭) লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্ত শেষে লাশটি বেওয়ারিশ হিসেবে সিলেট নগরীস্থ মানিকপীর টিলায় দাফন করা হয়। এ ঘটনায় এসএমপির জালালাবাদ থানায় ১২(১)১৬ নং হত্যা মামলা রুজু করা হয়। মামলাটির বর্তমানে সিআইডি জোন সিলেট-এর ইন্সপেক্টর.মো.আব্দুল হাদির তদন্তে রয়েছে। দীর্ঘদিন ধরে লাশের কোন ওয়ারিশ না পাওয়াতে লাশটি সনাক্তকরণে সিআইডি জোন সিলেট ইতোমধ্যে দেশের সব থানায় বার্তা পাঠিয়েছে। লাশটির কোন ওয়ারিশ থেকে থাকলে সিআইডি জোন সিলেট-এর ইন্সপেক্টর মো. আব্দুল হাদিী, মোবাইল নং ০১৭১৪-৫২৪৬৫২-এর সাথে যোগাযোগ করতে অনুরোধ কারা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল